বিষয় :

পিকআপ চাপা দিয়ে চলে গেলো আন্দোলনরত শিক্ষার্থীকে!


১ আগস্ট, ২০১৮ ৫:৪৯ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: শিক্ষার্থীকে চাপা দিচ্ছে পিকআপটি, (লাল চিহ্নিত অংশ)রাজধানীর অন্যান্য জায়গার মতো শনির আখড়ায়ও বুধবার (১ আগস্ট) আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স দেখছিল। যেসব চালকের লাইসেন্স নেই তাদের গাড়ি সাইড করে রাখতে বলছিল। এ সময় রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথ দিয়ে একটি পিকআপ দ্রুতগতিতে চলে আসে।

শিক্ষার্থীরা সেটিকে আটকানোর চেষ্টা করে। পিকআপ চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয় এবং এক শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়। পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম একথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ীর শনির আখড়ায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথে একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কোন হাসপাতালে নেওয়া হয়েছে এটা এখনও জানা যায়নি।

পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম বলেন, আমরা এরকম একটি ঘটনা শুনেছি। পিকআপের নম্বরটি সংগ্রহ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। রাস্তায় পড়ে আছে শিক্ষার্থী,শনির আখড়ার ডিউটি অফিসার নাজনীন আকতার বলেন, আমার এমন একটি ঘটনা শুনেছি। তবে ছেলেটিকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে তা জানা নেই। পিকআপ চাপা দেওয়ার ঘটনার ভিডিওটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ