পদদলনে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রধানমন্ত্রীর


২৪ ডিসেম্বর, ২০১৭ ১২:৫৬ : অপরাহ্ণ

সকালেরসময় প্রতিবেদক :: চট্টগ্রামের রীমা কনভেনশন সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর জেয়াফত উপলক্ষে মেজবান খেতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে নিহত ১০ সংখ্যালঘুর পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার বিকালে নগরীর চশমা হিলের বাসায় মহিউদ্দিন পরিবারকে শান্তনা জানাতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুদান নিহতদের পরিবারের হাতে তুলে দেন।

প্রসঙ্গত, প্রয়াত মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীরর কুলখানি উপলক্ষে গত ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানের ১২টি কমিউনিটি সেন্টারে অন্তত দেড় লাখ লোকের জন্য মেজবানের আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে মেজবান খাওয়ানো শুরু হয়।

নগরীরর এস এস খালেদ রোডস্থ (আসকার দীঘির পাড়) রীমা কনভেনশন সেন্টারে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান সহ সংখ্যালঘুদের জন্য খাবারের ব্যাবস্থা করা হয়। দুপুর দেড়টার দিকে, প্রচন্ড ভীড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ