বিষয় :

দেশে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৭৮


সকালের সময় : ২০ নভেম্বর, ২০২১ ৫:৫৬ : অপরাহ্ণ
মৃত্যুশূন্য দিন করোনা

জাতীয় ডেস্ক : প্রায় ২০ মাস পর সরাদেশে মৃত্যুহীন দিন দেখল দেশবাসী। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পরে সে বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু ঘটেছিল। এরপর কম-বেশি মৃত্যু হলেও ওই বছরের ৩ এপ্রিল কারও মৃত্যু ঘটেনি।

করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ অপরিবর্তিত থাকল। শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৭০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত শুক্রবার (১৯ নভেম্বর) মৃত্যু হয় সাতজনের। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page