বিষয় :

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত


৪ মে, ২০১৮ ১:০৩ : পূর্বাহ্ণ

সকালেরসময় নিউজ ডেস্ক::  জব্দ করা ৫৯ পিস ইয়াবা আত্মসাৎ করে বিক্রি করে দেওয়ার অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদফতর। বৃহস্পতিবার (০৩ মে) তাকে বরখাস্ত করা হয় এবং একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব রহমান সকালেরসময়কে বলেন, পাঁচ মাস আগে এক কারারক্ষীর কাছ থেকে ৫৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছিল। এ বিষয়ে দায়ের করা বিভাগীয় মামলার আলামত হিসেবে ইয়াবাগুলো মোমিনুলের কাছে সংরক্ষিত ছিল। কিন্তু মোমিনুল সেই ইয়াবা আত্মসাৎ করে শাকিল নামে একজনের কাছে বিক্রি করে দেন। পরে কারা কর্তৃপক্ষ শাকিলকে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করে।

এছাড়া বুধবার (০২ মে) কারা কর্তৃপক্ষ ডেপুটি জেলার মোমিনুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কারা অধিদফতর বরাবর আবেদন করে। এ প্রেক্ষিতে মোমিনুলকে সাময়িক বরখাস্ত করা হয়। বগুড়ার বাসিন্দা মোমিনুল ইসলাম প্রেষণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page