বিষয় :

ডিজিটাল, আইসিটি অ্যাক্টসহ সোশ্যাল মিডিয়া চব্বিশ ঘণ্টার নজরদারিতে


২৬ নভেম্বর, ২০১৮ ১০:৫২ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সব সোশ্যাল মিডিয়া মনিটর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। বিটিআরসি, এমটিআরসি, এমটিএমসি, সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়টি মনিটর করবে বলেও জানান তিনি।

সোমবার (২৬ নভেম্বর) বিটিআরসি মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বানচাল করতে না পারে সেজন্য সংশ্লিষ্টরা চব্বিশ ঘণ্টা মনিটর করবে। অধিকাংশ ফেসবুক আইডি নজরদারিতে থাকবে। কেউ প্রোপাগান্ডা ছড়ালে তাকে চিহ্নিত করে ইসির সম্মতিতে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে ডিজিটাল আইন, আইসিটি অ্যাক্টসহ যেসব আইন রয়েছে তার আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করা যায় না। যারা এটি ব্যবহার করে গুজব ছড়াবে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিটিআরসিসহ সংশ্লিষ্ট দফতর নির্বাচনকালীন সময় ইসির সঙ্গে সংযুক্ত থাকবে বলেও তিনি জানান। পরবর্তীতে তাদের সঙ্গে বসে বিষয়টি ফলোআপ করা হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page