বিষয় :

করোনায় দেশে মৃত্যু কমে ২-শনাক্ত ২১৩


সকালের সময় : ১৬ নভেম্বর, ২০২১ ৫:৪০ : অপরাহ্ণ
দেশে

জাতীয় ডেস্ক : সারাদেশে করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এদিন দেশের বাকি বিভাগগুলো ছিল মৃত্যুশূন্য।

আগের দিন সারাদেশে ভাইরাসটির বিষে মৃত্যু হয়েছিল চারজনের। মঙ্গলবার নতুন ২ জনসহ দেশে এ পর্যন্ত করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৯২৮ জন।

তাছাড়া আগের দিনের তুলনায় কিছুটা কমেছে শনাক্তের সংখ্যাও। আগে দিন সারাদেশে ২৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। গত ২৪ ঘন্টায় কিছু কমে ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সারাদেশে মহামারী ভাইরাসের কবল থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page