বিষয় :

করোনার বিষে দেশে আরো ৫ মৃত্যু-শনাক্ত ২৪৪


সকালের সময় : ১৮ নভেম্বর, ২০২১ ৭:৩৩ : অপরাহ্ণ
দেশে,মৃত্যু,শনাক্ত

জাতীয় ডেস্ক : সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে নতুন করে আরো ৫ জনের প্রাণহানীর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনই পুরুষ ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়। বাকি বিভাগগুলোতে মৃত্যুশূন্য ছিল। নতুন ৫ জনসহ ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৩৯ জনে।

তাছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৪৪ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবে ১৯ হাজার ৫৭০টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯৪ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page