বিষয় :

ঈদে ট্রেন যাত্রীদের কোনো ভোগান্তি হবে না–রেলমন্ত্রী


নিউজ ডেস্ক  ৫ এপ্রিল, ২০২৪ ৪:৪২ : অপরাহ্ণ

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, এবারের ঈদে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে এ মন্তব্য করেন।

আজ থেকেই বান্দরবানে সাঁড়াশি অভিযান: র‌্যাব
তিনি বলেন, এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি, আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এরচেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার ৭৫ জন কে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ল্যাপটপ দেয়া হয়।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ