বিষয় :

ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করেছি:: সেনা প্রধান


৩ জানুয়ারি, ২০১৯ ১:২৮ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করেছে সেনাবাহিনী। প্রসঙ্গত, একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ডিসেম্বর সারাদেশে সেনা মোতায়েন করা হয়। গত ২৪শে ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছিল।

মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনী সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করেছিল। গত ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছিল সেনাবাহিনী। নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল সেনা ও নৌবাহিনীর সদস্যরা। র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিয়ে ছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page