বিষয় :

ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব: অ্যামটব


১৬ এপ্রিল, ২০১৮ ৬:১৮ : অপরাহ্ণ

সকালেরসময় নিউজ ডেস্ক::  মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ২১ দশমিক ৭৫ শতাংশ (ভ্যাট, এসডি ও সারচার্জ) কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব)।

সোমবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এনবিআরকে এ প্রস্তাব দেন অ্যামটবের নেতারা।

এসময় আমদানি করা ফোর-জি মোবাইল সেটের ওপর কর প্রত্যাহারের প্রস্তাব দেন সংগঠনটি নেতারা।এনবিআরের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলন কক্ষে অ্যামটব নেতারা, এনবিআরের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page