ইউএস বাংলা বিমান দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি


২৬ সেপ্টেম্বর, ২০১৮ ৭:৩১ : অপরাহ্ণ

সকালেরসময় রিপোর্ট:: ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের প্রধান ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহর নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।

এর আগে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই বিমানটি (ফ্লাইট নম্বর- বিএস ১৪৩) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জরুরি অবতরণ করে। শাহ আমানত বিমানবন্দরের একাধিক সূত্র সকালেরসময়কে জানায়, বিমানটি সামনের নোজ হুইল কাজ না করায় জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধার করে বিমান কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page