আদালতে খালেদা জিয়া


৩ জানুয়ারি, ২০১৮ ৭:৫৬ : পূর্বাহ্ণ

সকালেরসময় আদালত রিপোর্ট :: দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তিনি বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে হাজির হন। এর আগে বেলা ১১টার দিকে গুলশানের বাসা থেকে খালেদা জিয়া রওয়ানা দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য থাকলেও গত তারিখে কেবল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ই যুক্তিতর্কের শুনানি হয়েছে আদালতে। এ মামলায় বর্তমানে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর যুক্তিতর্ক উপস্থাপন চলমান রয়েছে। আজও তিনি যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

এর আগে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। এদিকে দিন ধার্য থাকলেও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় এখনো যুক্তিতর্ক উপস্থাপন শুরুই হয়নি।

এ মামলা দুটিতে মোট ১০ জন আসামি রয়েছেন। এসব আসামির মধ্যে খালেদা জিয়াই প্রধান আসামি। এর মধ্যে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন। অপর পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন। জামিনে থাকা অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

অপর দিকে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি চারজন। খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডাব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page