বিষয় :

আট দিবস বাধ্যতামূলক পালনের রিট খারিজ


৯ জানুয়ারি, ২০১৮ ৬:৩৮ : পূর্বাহ্ণ

সকালেরসময় আদালত প্রতিবেদক :: আটটি দিবসকে বাধ্যতামূলকভাবে পালন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়ার নির্দেশনা চেয়ে আনা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়।

সূত্র জানায়, আদেশ প্রদানকালে আদালত বলেন, এ বিষয়ে এখতিয়ার হচ্ছে পার্লামেন্টের। এখানে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই।

গত ৩ জানুয়ারি রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক ও মো. শহীদুল ইসলাম। পরে ৪ জানুয়ারি এ রিটের ওপর শুনানি শেষ হয়।

রিটকারী শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দিবসগুলো হলো- ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩ নভেম্বর জেলহত্যা দিবস।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page