২৪ ঘন্টায় চট্টগ্রামে আরো ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৮


সকালের-সময় রিপোর্ট  ১৭ আগস্ট, ২০২১ ১০:০২ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এর আগের দিন মারা গিয়েছিলেন ৭ জন। একই সময়ে নতুন করে ৪৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের শনাক্ত ছিল ২৩০ জন।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় গত একদিনে জেলায় বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৮ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২৭৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত একদিনে করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ।

গত একদিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৪ জন নগরের বাসিন্দা, বাকি ৭ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৮৬ জন।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page