হেফাজত ইসলামের নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী


সকালের-সময় রিপোর্ট  ২০ আগস্ট, ২০২১ ১২:১৭ : পূর্বাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজের আগে হেফাজতে ইসলামের মহাসচিব নুর ইসলাম জাহিদী মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির আমির ঘোষণা দেন। হেফাজত নেতা সালাউদ্দিন নানুপুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদ শূন্য হয়। আমির পদ নিয়ে সিনিয়র নেতারা পরস্পর আলোচনা করে মুহিবুল্লাহ বাবুনগরীকে আমির মনোনীত করার সিদ্ধান্ত নেন। পরে জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে নুর ইসলাম জিহাদী সাহেব উনাকে আমির হিসেবে মাইকে ঘোষণা দেন।

একই কথা জানিয়েছেন জানাজায় অংশ নেওয়া সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ। তিনি বলেন, জানাজার আগে বক্তব্য রাখার সময় নুর ইসলাম জিহাদী সাহেব মাইকে মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে হেফাজতে ইসলামের নতুন আমির ঘোষণা করেন।

গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলটি বিএনপি জোট ছাড়লে তিনি ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানেরপদ ত্যাগ করেন। এর আগে আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page