হালদায় অভিযান : জব্দ করা হয় ১০ হাজার মিটার ভাসা জাল


সকালের সময় : ২ ডিসেম্বর, ২০২১ ৪:১৫ : অপরাহ্ণ
হালদায় নদীতে, অভিযান,জব্দ,ভাসা জাল

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ ডিসেম্বরর) সকালে অবৈধ ভাসা জাল উদ্ধারে নামে উপজেলা প্রশাসন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল আলমের নের্তৃত্বে পরিচালিত অভিযানে ১০ হাজার মিটার অবৈধ ভাসা জাল জব্দ করা হয়। তাছাড়া জাল বসানোর সরঞ্জাম ও নোঙর উদ্ধার করা হয়। তবে জব্দকৃত জালে কোন মা মাছ আক্রান্ত হয়নি।

হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। গড়দুয়ারা থেকে হালদার মুখ এবং বুড়িশ্চর ইউনিয়ন সংলগ্ন ছায়ারচর এলাকায় অভিযানকালে প্রায় ১০ হাজার মিটারের ১৫ টি অবৈধ ভাসা জব্দ করা হয়।

মা মাছ রক্ষায় এবং মৎস্য লোভীদের চিহ্নিত করতে সংশ্লিষ্টদের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল আলম।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page