হাটহাজারীতে ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ!


সকালের-সময় রিপোর্ট ৩১ আগস্ট, ২০১৯ ৭:৫৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম হাটহাজারীর ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

শনিবার (৩১ আগস্ট) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্ব পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন তৈরির সঙ্গে জড়িত কারখানা মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতরের অভিযান।পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় একটি বেনামি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ