সীতাকুণ্ডে ৭ প্রাণহানির পর ঘুম ভাঙলো প্রশাসনের!


নিউজ ডেস্ক  ৬ মার্চ, ২০২৩ ২:০১ : অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় একে একে ৭ জনের মৃত্যুর পর ঘুম ভেঙ্গেছে প্রশাসনের। চট্টগ্রামের ১৫ উপজেলায় ভারী ও মাঝারি শিল্পপ্রবণ এলাকায় দুর্ঘটনা হ্রাসকল্পে মহাপরিকল্পনা প্রণয়ণের নিমিত্তে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এই বৈঠকে ফায়ার সার্ভিস, জেলা পুলিশ, কল কারখানার কর্তৃপক্ষ ও মালিকপক্ষ, স্বাস্থ্য প্রশাসন,
শ্রমিক সংগঠন, উপজেলা নিবার্হী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, নিবার্হী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত আছেন।

এতে সভাপতিত্ব করছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page