সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন


সকালের সময় : ৭ নভেম্বর, ২০২১ ৬:০৩ : অপরাহ্ণ
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুলতান নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধ খুন হয়েছে। একই ঘটনায় ইকবাল নামে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রবিবার সকাল ৫টার দিকে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে উপজেলার ৯ নম্বর ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবিরহাট হাতেম পাড়া দাদার বাড়ি এলাকায় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।

নিহত সুলতান ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলায় আহত হওয়া সুলতানের ভাতিজা মো. ইকবাল জানান, ভোরে ফজরের নামায পড়তে বের হলে তার চাচা সুলতান তাদের বাড়ির পাশে অজ্ঞাত ব্যক্তিদের দেখতে পেয়ে তাদের কাছ থেকে পরিচয় জানতে চাই।

তারা কিছু না বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার চাচাও তাদের পিছু নেই। এক পর্যায়ে তাদের সাথে থাকা ছুরি দিয়ে চাচাকে আঘাত করলে চাচা মাটিতে লুঠিয়ে পড়ে।

পরে চাচাকে বাঁচাতে গিয়ে আমিও হামলার শিকার হই। পরে চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে আসার আগেই খুনীরা পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত চাচাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চাচার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন।

রবিবার সকাল ১০ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সুলতান নামে এক ব্যক্তি মারা যান। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানালেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page