ঈদ যতই ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে

সাতকানিয়া মির্জাখীল বাংলা-বাজারে জমে উঠেছে ঈদ বাজার


মোহাম্মদ সেলিম সাতকানিয়া প্রতিনিধি  ২৮ মে, ২০১৯ ১২:১২ : পূর্বাহ্ণ

ঈদ যতই ঘনিয়ে আসছে সাতকানিয়ায় ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। জমে উঠেছে ঈদের কেনা কাটা। এখন দোকানিদের এক মূহুর্ত ও দম ফেলার ফুসরত নেই। তেমনি ক্রেতারা ও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ঈদের কেনা কাটায়।

সাতকানিয়ার এমন কোন দোকান নেই যেখানে নারী, পুরুষ, তরুন, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারনা নেই। মনের আনন্দে পছন্দ মত ঈদের কেনা কাটা সেরে নিচ্ছেন তরুন তরুনীরা । সাজানো হয়েছে রং বেরংয়ের সাজে সাতকানিয়ার দোকানগুলো। বিভিন্ন এলাকাথেকে আসা ক্রেতারা জানান কেনাকাটা এখন বড় শহর কিংবা মফস্বল শহর সবক্ষেত্রে প্রায়ই এক সব কিছু পাওয়া যায়। তাই আমরা পরিবারের সবার জন্য কেনাকাটা এখানেই সেরে নিচ্ছি।

সরেজমিনে বাজার পরিদর্শন করে দেখা যায়, বাংলাবাজারের ভাই ভাই ক্লথ ষ্টোর, আনিকা অভিজাত বস্ত্রবিপনি,মনের মত,ইয়াং লেডী দোকানগুলোতে উপচে পড়া ভীড়। ক্রেতাদের নিরাপত্তার বিষয় লক্ষ্য রেখে প্রশাষনের পক্ষথেকেও নেওয়া হয়েছে প্রয়োজনিয় ব্যবস্তা। তাই ক্রেতারা সারাদিন এবং সারারাত ব্যাপী চালিয়ে যাচ্ছে তাদের কেনাকাট।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ