সাতকানিয়ায় ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক সংযোগ ফাঁদে হাতির মৃত্যু


সকালের সময় : ৬ নভেম্বর, ২০২১ ১০:০৪ : অপরাহ্ণ
সাতকানিয়া, ধানক্ষেতে,হাতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ধানক্ষেতে অবৈধ বৈদ্যুতিক সংযোগের ফাঁদে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক খোরশেদ আলম হাতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের আমন ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ৫০ বছর বয়সী মৃত বিশালাকৃতির বন্যহাতিটি খেতে ঘটনাস্থলে যায়।

সেখানে গিয়ে দেখতে পাই ধানক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছে হাতিটি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

পরে খবর দেওয়া হলে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌছেন। হাতির মৃত্যুর বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page