শনাক্ত কমে ৩৫২-মৃত্যুশূণ্য চট্টগ্রাম


সকালের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২ ১০:০১ : পূর্বাহ্ণ
মৃত্যুশূন্য দিন করোনা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তাছাড়া আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় জেলায় মৃত্যু কমেছে।

জেলায় নতুন করে আক্রান্ত ৩৫২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়। আগের দিন এ সংখ্যা ছিল ৩৯৭। নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে ২৪৫ জন নগরীর এবং ১০৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২৪ হাজার ৩শ ২৫ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৯০ হাজার ৫শ জন আর জেলার বিভিন্ন উপজেলার ৩৩ হাজার ৮শ ২৫ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগর কিংবা উপজেলা পর্যায়ে কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৬০ জন। এর মধ্যে ৭শ ৩৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ২৬ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে তিন হাজার ১শ ০৫ জনের নমুনা পরীক্ষায় ৩৫২ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় শতকরা পজেটিভ হার দশমিক শতাংশ। আগের দিন সংক্রমণ হার ছিল ১২ দশমিক ২৫ শতাংশ।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page