রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ওসমান গুলিবিদ্ধ!


সকালের-সময় রিপোর্ট ৩১ আগস্ট, ২০১৯ ৭:৩৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়ার ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী’ ও পলাতক আসামি মো. ওসমান (৩০)। শনিবার (৩১ আগস্ট) ভোরে এ হামলার ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রাঙ্গুনিয়ার ওসমান বাহিনীর প্রধান মো. ওসমান।

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ওসমানকে পুলিশি পাহারায় রেখেছে। মো. ওসমান রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা এলাকার আবুল কালামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ ওসমান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার। ওসমান কোমরে গুলিবিদ্ধ হয়েছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান এএসআই আলাউদ্দিন তালুকদার।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে পলাতক সন্ত্রাসী মো. ওসমান। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ খবর পেয়ে তাকে পাহারায় রেখেছে।

সুস্থ হলে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ওসমান একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ