মধুবনের ৮৬ কেজি লাচ্ছা সেমাই ধ্বংস


সকালেরসময় রিপোর্ট  ২৭ মে, ২০১৯ ৬:০৭ : পূর্বাহ্ণ

লোহাগাড়া বটতলী মোটর স্টেশন এলাকায় অভিযানে চৌধুরী এন্টারপ্রাইজ থেকে মধুবনের ৪৩২ প্যাকেট বা ৮৬কেজি লাচ্ছা সেমাই জব্দ করা হয়েছে। ২৬ মে (রোববার) বিকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলীর নেতৃত্বে পরিচালিত বাজার অভিযানকালে এ সব সেমাই জব্দ ও তা ধ্বংস করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ ব্র্যান্ডের পণ্যের মধ্যে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ধারা ৫৫ এর অধীন প্রদত্ত ক্ষমতাবলে চৌধুরী এন্টারপ্রাইজ হতে ৮৬কেজি মধুবন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।

জব্দকৃত লাচ্ছা সেমাইগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২টি পণ্য কোনভাবে লোহাগাড়ায় বিক্রি করতে দেওয়া যাবেনা।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ