ভোটে বাধা, চট্টগ্রামে পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া


নিউজ ডেস্ক  ৭ জানুয়ারি, ২০২৪ ১১:১১ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে চান্দগাঁও এলাকার সিএনবি মোড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মো. আরিফ হোসেন।

রবিবার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। একই দিনে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালও চলছে।

পুলিশ জানিয়েছে, ভোটগ্রহণ শুরুর পরই হরতালের সমর্থনে চান্দগাঁওয়ের সিএনবি এলাকায় বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে দু’পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ