বোয়ালখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪


নিউজ ডেস্ক  ১৩ এপ্রিল, ২০২৩ ১১:৫০ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রায়খালী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন দুর্ঘটানর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত বাকি দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যায়। এ সময় বাসের চালক জাগের হোসেনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। ফেরার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বাসচালক নেশাগ্রস্ত ছিলেন।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page