বিষধর সাপের কামড়ে মারা গেছে ৩ বছরের শিশু তানজিনা


সকালের সময় : ৩ নভেম্বর, ২০২১ ১১:৪৯ : পূর্বাহ্ণ
বিষধর, সাপের কামড়,শিশু

সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম ইয়াকুবনগর গ্রামে বিষধর সাপের কামড়ে ৩ বছর বয়সী এক শিশুকণ্যার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মারা যাওয়া শিশু কণ্যার নাম তানজিনা আক্তার তাসনিম। সে ওই গ্রামের হাজী মতিউর রহমান ভূঁইয়া বাড়ির মো. নুরল মোস্তফা রাশেদের কন্যা।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা সাহেদ বেলাল বলেন, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির আঙ্গিনায় খেলছিলেন তানজিনা। এসময় বিষধর একটি সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়।

স্বজনরা দ্রুত তানজিনাকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করেন।

একই দিন রাতে সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানজিনার মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো বাড়িতে শোকের মাতম চলছে। রাত ১০ টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে বলে জানান নিহত শিশুর চাচা।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page