সিটি করপোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন আ.জ.ম.নাছির


সকালের-সময় রিপোর্ট ২৯ জুলাই, ২০১৯ ৩:৪৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ১০টায় চসিক জেনারেল হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এখানে ডেঙ্গু জ্বর শনাক্ত করতে এনএস১, সিবিসি ও প্লাটিলেট পরীক্ষা করা হবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেয়র বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চসিক। নগরবাসীকে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ও সংক্রমণ থেকে রক্ষা করার লক্ষে ইতোমধ্যে ৪১টি ওয়ার্ডে লিফলেট বিতরণ, মাইকিং, মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রচার, এডিস মশা নির্মূলে স্প্রে করা হচ্ছে। পাশাপাশি নিজস্ব উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান মেয়র।

এসময় উপস্থিত ছিলেন চসিক শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী, ডা. মো. আলী প্রমুখ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page