১ হাজার ৪১০ বোতল ভেজাল তেলসহ আলাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বায়েজিদে ভেজাল তেলের সন্ধান, গ্রেফতার ১


সকালেরসময় রিপোর্ট  ২৩ মে, ২০১৯ ১২:৪৮ : পূর্বাহ্ণ

নগরের বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও এলাকা থেকে ১ হাজার ৪১০ বোতল ভেজাল তেলসহ মো. আলাউদ্দিন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২২ মে) কুলগাঁও বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির।

গ্রেফতার মো. আলাউদ্দিন ভোলা জেলার দক্ষিণ আইছা বাজার এলাকার মহব্বেল ফরাজীর ছেলে।
মো. আলাউদ্দিনসহ একটি চক্র কুলগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে ভেজাল তেল বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বিক্রি করে থাকে বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, কুলগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে ভেজাল তেল প্যাকেটজাত করে বিক্রি করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরও একজন পলাতক রয়েছে। মো. আলাউদ্দিনের কাছ থেকে ১ হাজার ৪১০ বোতল ভেজাল তেল উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই মোমিনুল হাসান।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ