বাঁশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান


নিউজ ডেস্ক  ৩১ আগস্ট, ২০২২ ১২:০৫ : অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখানে অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র তৈরির মূলকারিগর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) উপজেলার দুর্গম পাহাড় থেকে ওই অস্ত্র ও এর মূলকারিগরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাও জব্দ করা হয়েছে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ১০ অস্ত্রসহ এর মূলকারিগরকে গ্রেপ্তা করা হয়েছে। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব-৭ এর ওই অধিনায়ক।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ