বাঁশখালীতে আগুনে পুড়ে দুই ভাই বোনের মৃত্যু


সকালের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২ ১:০৩ : অপরাহ্ণ
বাঁশখালীতে, আগুনে পুড়ে,ভাই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি বসতঘর। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে ভাই-বোন।

গতকাল সোমবার রাত সোয়া ৯টার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম কাহারঘোনা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল বাহিনী। এলাকাবাসীর সহযোগিতায় তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত ভাই-বোন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের শিখা ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, রাত সাড়ে নয়টার দিকে কাহারগোনা এলাকার বসত বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের বাঁশখালী স্টেশন। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই বসত ঘরটির অনেকাংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।

নিহত দু’জনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেবে বলে জানিয়েছে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page