বহদ্দারহাটে তৈরি হতো নকল হারপিক-ভিম, আটক–১


নিউজ ডেস্ক  ৯ এপ্রিল, ২০২৩ ৭:২৬ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় নকল হারপিক ও ভিম লিকুইড তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকায় শামসু কলোনিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে আনুমানিক ৪০০ বোতল নকল হারপিক, ২০০ বোতল নকল ভিম লিকুইড এবং প্রচুর কেমিক্যাল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন গত ছয় মাস ধরে এখানে তিনি এসব নকল হারপিক ও ভিম লিকুইড তৈরি করছেন। এসব মালামাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page