ফৌজদারহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ–আহত ২০


নিউজ ডেস্ক  ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:০৬ : পূর্বাহ্ণ

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কর্ণফুলী ট্রেনের সঙ্গে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের (শান্টিং ইঞ্জিন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামগামী ট্রেনটির চালক ও সহকারীসহ প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শান্টিং ইঞ্জিনের চালক নজরুল ইসলাম (৫৪), সহকারী চালক মো. সজিব (৩৫) ও কর্ণফুলী এক্সপ্রেসের চালক মোহাম্মদ আলী (৪২)। এদের মধ্যে নজরুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, কর্ণফুলী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় অন্য একটি ট্রেনের ইঞ্জিন শান্টিং করছিল।

এ সময় কর্ণফুলী ট্রেনটির সঙ্গে ওই ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়েছে কি না এখনও জানা যায়নি। ইঞ্জিনটি উদ্ধার জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টায় ফৌজদারহাট অতিক্রম করে ক্যাডেট কলেজ এলাকায় আসে। ট্রেনটি ক্রসিংয়ের সময় সামনে থাকা একটি শান্টিং ইঞ্জিনে ধাক্কা লেগে যায়। এতে কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইট ইঞ্জিনটি একই লাইনে ধীরে চলছিল বলেও জানান তারা।

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, কর্ণফুলী এক্সপ্রেসে করে আমি শহরে যাচ্ছিলাম। দুর্ঘটনায় ট্রেনটির প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, দুটি ট্রেন একই লাইনে যাচ্ছিল। ইঞ্জিনটি ধীরে ধীরে যাচ্ছিল। কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কিছু যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

এসএস/এমএফ

Print Friendly, PDF & Email

আরো সংবাদ