পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি


নিউজ ডেস্ক  ৮ এপ্রিল, ২০২৩ ২:৪৩ : অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবার শাহ থানার বেলতলি ঘোনায় সিটি কর্পোরেশন কর্তৃক পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত ও ৫ শ্রমিক আহতের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

অন্যদিকে সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক পাহাড় কাটা এবং ধ্বসে হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। একইসাথে ঝুঁকিপূর্ণ এই পাহাড়কে কিভাকে ঝুঁকিমুক্ত করা যায় সেজন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তা চাওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিষেধ উপেক্ষা করে কোন ধরণের সেফটি ব্যবস্থা না নিয়ে স্থানীয় কাউন্সিলর কর্তৃক পাহাড় কেটে বেলতলী ঘোনার রাস্তা নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রিটেইনিং ওয়াল নির্মাণে পাহাড় কেটে কাজ করছিল ১০জন মিস্ত্রী ও শ্রমিক, সেসময় পাহাড় ধসে মাটি চাপায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম সিটি মেয়র সাংবাদিকদের বলেন, কাজের সময় নিরাপত্তার জন্য যেটা দরকার, সেটা নেয়া হয়নি। কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের পাহাড় রক্ষায় সরকারি সব সংস্থা এবং জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছে সংশ্লিষ্টরা।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page