পতেঙ্গায় দেয়াল ধসে মারা গেছে ৪র্থ শ্রেণির ছাত্রী


সকালের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৪৪ : অপরাহ্ণ
পতেঙ্গায়, দেয়াল ধসে,ছাত্রী

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা পূর্ব কাটগড়ের তিন তলা মসজিদ এলাকায় ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। জানা গেছে নিজ বাড়ির বাউন্ডারি ওয়াল ধসে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম ইমু আক্তার। সে ওই এলাকার মো. ইদ্রিসের মেয়ে।

একই ঘটনায় আসমা ও দীনা নামে ওই এলাকার আরো ২ বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিজ বাড়ির বাউন্ডারি ওয়ালের ভেতরের খালি জায়গায় ইমু,আসমনা ও দীনাসহ বেশ কয়েকজন খেলাধুলা করছিলেন।

এসময় হঠাৎ করে বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল ধসে পড়ে। এতে গুরুতর আহত হয় ইমুসহ তিনজন। বিকট শব্দ শুনে ইমুর চাচা মো. রুবেলসহ পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।

পরে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইমুকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি তদন্ত মো. সাদিকুর রহমান।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page