চরম দূর্ভোগে সাধারণ মানুষ!

টানা বৃষ্টিতে প্লাবিত সাতকানিয়া!


মোহাম্মদ সেলিম সাতকানিয়া থেকে ১৪ জুলাই, ২০১৯ ৮:২৮ : অপরাহ্ণ

কয়েকদিনের ভারি বর্ষণের ফলে পানি বন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। শঙ্খ নদী ডলু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। এতে নদী ভাঙ্গনের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। টানা ভারী বর্ষনে জমে যাওয়া পানিতে শত শত ঘরবাড়ী প্রায় অর্ধডুবী।

সাতকানিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান স্কুল কলেজ মাদ্রাসা,কাচা বাজার হাসপাতাল, বন্যার কারনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েছে। সাতকানিয়া কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে বন্দি হয়ে পড়েছে। বিশেষ করে সাতকানিয়া সদর উপজেলার সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বন্যা পরিস্থিতিতে সাধারন মানুষের দূর্ভোগ কমাতে সরকারী ভাবে ত্রান সহযোগিতা করে যাচ্ছি। বন্যায় বিভিন্ন এলাকার সড়ক ভেঙ্গে যাওয়ায় সাতকানিয়া- কেরানীহাট সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। এতে হাজারও যাত্রীকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

বাজালিয়া, ছদাহা, ওখিয়ারকুল, কেঁওচিয়া, তেমুহনী, জনার কেঁওচিয়া, পশ্চিম ঢেমশা, দক্ষিণ ঢেমশা, সাতকানিয়া সদর ইউনিয়ন, সোনাকানিয়া, ডলুখালের পানি বেড়ে চরতী, আমিলাইষ, মরফলা, নলুয়া, ধর্মপুর ও কালিয়াইশে বন্যায় অর্ধ শতাধিক মৎস্য পজেক্ট ডুবে চাষীদের কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে।

এ পরিস্থিতি বিরাজমান থাকলে সাতকানিয়ার অবকাঠামোগত অবস্থা হুমকির মুখে পড়বে বলে ভূক্তভোগী মহল। বন্যা মোকাবেলায় সরকারী ও বেসরকারি ভাবে সহযোগিতা আহবান জানিয়েছেন সাতকানিয়ার সাধারন জনগণ।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ