চন্দনাইশে অবৈধ করাতকলে বন বিভাগের হানা


সকালের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৫০ : অপরাহ্ণ
চন্দনাইশে, অবৈধ করাতকল,বন বিভাগ

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পটিয়া রেঞ্জ অবৈধ করাতকল এবং কাঠ পাচার রোধে জোরালো অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চন্দনাইশে অভিযান চালানো হয়।

চট্টগ্রাম (দক্ষিণ) বন বিভাগ পটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক রিতা আকতারের নের্তৃত্বে উপজেলার বরকল ইউনিয়নের চামুদরিয়া ঘাটখোল এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ করাত কল বন্ধ করা হয়। এ সময় পাহাড়ি বেশকিছু কাঠ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযানে করাত কল বন্ধের সত্যতা নিশ্চিত করে পটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক রিতা আকতার বলেন, দক্ষিণ বন বিভাগের অধীনে যেসব এলাকায় অবৈধ করাত কল রয়েছে তা শীঘ্রই অভিযানের মাধ্যমে বন্ধ করা হবে।

সে লক্ষ্য নিয়ে বিভিন্ন উপজেলায় সাঁড়াশি অভিযান চলছে। মঙ্গলবার চন্দনাইশ উপজেলার চামুদরিয়া ঘাটখোল এলাকায় একটি করাত কল বন্ধ করে দেওয়া হয়।

করাতকল স্থাপনের বৈধ কোন কাগজপত্র না থাকায় সেটি বন্ধ করে সরঞ্জামাদি জব্দ করার তথ্য জানিয়ে তিনি বলেন, করাত কল মালিকের বিরুদ্ধে বন বিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page