এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন!

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে হচ্ছে মুক্তমঞ্চ


সকালের-সময় রিপোর্ট  ২ আগস্ট, ২০১৯ ৮:২২ : অপরাহ্ণ

নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে দর্শকদের বসার জন্য তৈরি হচ্ছে গ্যালারি। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় মুক্তমঞ্চ নির্মাণসহ নানামুখী আধুনিকায়নের কাজ চলছে।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রকল্প কাজের উদ্বোধন করেন।

সিটি মেয়র জানান, মোট ৩ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রকল্পের আওতায় গ্যালারি নির্মাণ, নগরবাসীর বসার ব্যবস্থা, মাঠের চারদিকে ড্রেন, ওয়াকওয়ে নির্মাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় মুক্তমঞ্চ নির্মাণসহ নানামুখী আধুনিকায়নের কাজ হবে। এ ছাড়া প্রকল্প এলাকার চারপাশ সবুজায়নসহ এস এস খালেদ রোড থেকে নেভাল এভিনিউ রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ পরিকল্পনাও নেয়া হয়েছে বলে জানান মেয়র।

চসিক সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নে মোট ৩ কোটি ৯৮ লাখ টাকা ৭৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। তিনটি লটে এই প্রকল্প বাস্তবায়ন হবে। লট-১-এর আওতায় ১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা, লট-২-এর আওতায় ১ কোটি ৮৩ লাখ ৬২ হাজার টাকা এবং লট-৩-এর আওতায় ৭৫ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে পুরো প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো তৈয়বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page