চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে উদযাপন


সকালের-সময় রিপোর্ট ২৩ আগস্ট, ২০১৯ ২:১১ : অপরাহ্ণ

বাংলাদেশে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে উদযাপন শুরু হয়েছিল চট্টগ্রাম থেকেই, যার বয়স এখন ৩৭ বছর। বর্তমানে সারাদেশব্যাপী ছড়িয়েছে এর ব্যাপ্তি। শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঐতিহাসিক মহাশোভাযাত্রা হাজারও ভক্তের অংশগ্রহণে রূপ নেয় মিলনমেলায়

নগরের আন্দরকিল্লা মোড়ে মহাশোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রামস্থ সহকারি ভারতীয় হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিথি ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, প্রাক্তন সভাপতি দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার, কার্যকরী সভাপতি ডা. মনোতোষ ধর, সহ-সভাপতি সাধন ধর, সহ-সভাপতি ও মহাশোভাযাত্রা উপ-পরিষদের আহ্বায়ক অলক দাশ, লায়ন দুলাল চন্দ্র দে, পরেশ চন্দ্র চৌধুরী, মহাশোভাযাত্রা উপ-পরিষদের সদস্য সচিব লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লায়ন তপন কান্তি দাশ, এস প্রকাশ পাল প্রমুখ।

বক্তারা বলেন, সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নানান ভূমিকায় অবতীর্ণ হয়ে মানবজাতির কাছে জীবন ধারণের অনন্য উদাহরণ রেখে গেছেন। শ্রীকৃষ্ণের বাণী সমগ্র বিশ্বকে আলোড়িত করছে হাজার বছর ধরে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো- অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করা। এই পবিত্র দিনে সকল অকল্যাণ ও অশুভ শক্তির বিরুদ্ধে অন্তর আত্মাকে জাগ্রত করার শপথ নিতে হবে।

শোভাযাত্রায় অংশ নিতে নগর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, লরি নিয়ে ভক্তরা আন্দরকিল্লা, মোমিন রোডসহ আশপাশের এলাকায় জড়ো হন। শ্রীকৃষ্ণ ধ্বনিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। ভক্তরা কৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের জেলখানাসহ শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেও র‌্যালি যোগ দেয় শোভাযাত্রায়।

শোভাযাত্রা ঘিরে নগরের কয়েকটি সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করে নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। গুডস হিল ক্রসিং, জামাল খান, এনায়েত বাজার, ফিশারি ঘাট, সিটি কলেজ মোড়, লাভ লেইন, আমতলা, তিনপুল সহ র‌্যালির যাত্রাপথের সকল সড়কে যানবাহন চলাচল সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত আংশিক বন্ধ রাখা হয়।

সরওয়ার জন্মাষ্টমীর্ শোভাযাত্রা জেএমসেন হল থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়, টেরীবাজার, লালদীঘির পূর্ব পাড়, সোনালী ব্যাংক মোড়, কোতোয়ালী থানার মোড়, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, তুলসীধাম, নন্দনকানন, মোমিন রোড ও চেরাগী পাহাড় ঘুরে ১২টার দিকে জেএমসেন হলের সামনে এসে শেষ হয়।

এছাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলায় আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এদিন উপবাস রেখে পুজো-অর্চনা করছেন সনাতনীরা।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page