চট্টগ্রামেও শর্ত দিয়ে হাফ ভাড়ার ঘোষণা


সকালের সময় : ৫ ডিসেম্বর, ২০২১ ১:০৫ : অপরাহ্ণ
চট্টগ্রামে-শর্ত-হাফ ভাড়া-ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রাম নগরীর গণপরিবহনেও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। শনিবার (১১ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে হাফ বাস ভাড়া নিয়ে বেশ কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার পর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার তথ্যটি জানায় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এনায়েত উল্যাহ বলেন, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া দিতে পারবেন।

ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু চট্টগ্রাম মহানগরে কার্যকর থাকবে।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেছিলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

সারাদেশের মতো চট্টগ্রামেও হাফ ভাড়া নিশ্চিত করা, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

এস এস/

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page