চকবাজার কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা


নিউজ ডেস্ক  ১০ এপ্রিল, ২০২৩ ৮:২৫ : অপরাহ্ণ

নগরীর চকবাজারের কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ সোমবার (১০ এপ্রিল) মোড়কজাত বিধিমালা লঙ্ঘন, অননুমোদিত রং (কেমিক্যাল) ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোকা খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরি, কাচ্চিতে খাওয়ার অনুপযোগী আলু ব্যবহার ইত্যাদি অপরাধে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ। একই অভিযানে চকবাজারের জামান হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি, আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য ও অনুমোদনবিহীন কসমেটিকস (4K Plus) বিক্রি করায় বালি আর্কেডের ব্র‍্যান্ড এভিনিউকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page