এবার বাকলিয়া এস আলমের কোল্ড স্টোরেজে আগুন


নিউজ ডেস্ক  ২ মার্চ, ২০২৪ ১২:১০ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার এক্সেস রোডে নির্মাণাধীন মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুর রাজ্জাক।

তিনি বলেন, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনও জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নির্মাণাধীন মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ভবনটি এস আলম গ্রুপের বড় ভাই শহীদুল আলমের। যেখানে ফল সবজি, মাছ ও মাংসের হিমাগার করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির সিইও হোসাইন মো. জাহেদ জানান, আগুন কিভাবে লেগেছে এখনো জানা যায়নি। ভবনটিতে ককশিট ব্যবহার করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ