এতিম ছাত্রদের মাঝে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোরবানির পশু প্রদান!


সকালের-সময় রিপোর্ট ৭ আগস্ট, ২০১৯ ৯:২৯ : অপরাহ্ণ

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিঃ (সিসিইসিসি) এর ব্যবস্থাপনায় মিরসরাই ইকোনমিক শিল্প জোনে মাগাদিয়া নুরুল আবছার চৌধুরী হাই স্কুল মাঠে মাগাদিয়া অরফানেজ ট্রাস্ট এর এতিম ও ক্রীড়া প্রিয় ছাত্রদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং কোরবানির গরু প্রদান করেন।

চায়না বাংলাদেশ যৌথ ব্যবস্থাপনায় নির্মাণাধীন এই শিল্প জোনে চায়না সরকারের নিযুক্ত ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন প্রতিষ্ঠানটি দেশের বাণিজ্যি সমৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছেন প্রতি বছরের ন্যায়, তারিই ধারাবাহিকতায় আজ শিল্প জোনের অভ্যন্তরে এতিম শিশুদের মাঝে কোরবানির গরু সহ ক্রীড়া সামগ্রী এবং স্থানীয় মসজিদে কোরবানির গরু প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের বাংলাদেশে নিযুক্ত প্রজেক্ট এসেসটেন্ট ইঞ্জিনিয়র ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা চায়না সিভিল ইন্জিনিয়ারিং এর মিস্টার লিও, মিস্টার চু, মিস্টার হান, মিস্টার আনচাও, মিস্টার গাওতাও, রাকিবুল আহসান, মোঃ আব্দুল আউয়াল রুপু, মঘাদিয়া অরফানেজ এর সভাপতি মাশরাফ আহাম্মেদ, অধ্যক্ষ দিদারুল আলম, সুপার মোঃ আমির হোসেন, সহকারী সুপার হারুনুর রশিদ, আবাসিক শিক্ষক মোঃ জাকারিয়া, সিনিয়র শিক্ষক আবূুল্লাহ আল-হালিম সহ প্রমুখ, অনুষ্ঠানে শেখ ওয়াছিল চৌধুরী জামে মসজিদে একটি গরু, মঘাদিয়া অরফানেজে একটি গরু ও এতিম ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page