এক রেজিস্ট্রেশনে হাজার সিম, আঙুলের ছাপে প্রতারণা


সকালের-সময় রিপোর্ট ২ জুলাই, ২০১৯ ১:১১ : অপরাহ্ণ

মোবাইল ফোন সিম এখন কারো নিরাপদ নয়, একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম এখন সর্বজনে, রিকশা চালক, ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষদেরকে কম দামে সিম দেবেন বলে আঙুলের ছাপ নিতেন এক প্রতারক। কিন্তু দিন, সপ্তাহ ও মাস পেরিয়ে গেলেও সিম পেত না নিম্ন আয়ের এসব মানুষজন। মুক্তার আহমেদ মুন্না (২৭) নামে এরকম এক প্রতারককে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

সোমবার (১ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না কক্সবাজার রামু থানার সিরাজুল হকের ছেলে। নগরের পোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে তিনি পড়ালেখা করেছেন। কয়েক বছর রবির হয়ে কাজ করলেও ২০১৫ সালে তার চাকরি চলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পুলিশকে জানিয়েছে, নিম্ন আয়ের মানুষজন থেকে আঙুলের ছাপ নিয়ে সিম তোলে বেশি দাম দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতেন। মুন্নার সঙ্গে কোনো বিপদগামী কারও যোগাযোগ আছে কি-না জানতে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ