ইউএস বাংলা এয়ারলাইন্সের গলাকাটা বাণিজ্য?


নিউজ ডেস্ক  ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৫ : পূর্বাহ্ণ

এবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একজন যাত্রীকে চট্টগ্রাম-কলকাতা ফ্লাইটের আপ-ডাউন ভাড়া গুনতে হচ্ছে সাড়ে ৬৮ হাজার টাকা। এমন অস্বাভাবিক ভাড়া নিয়ে ব্যাপক তোলপাড় চলছে ভারতগামী যাত্রীদের মাঝে। ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আগামী ২৯ সেপ্টেম্বর যাওয়া এবং ১ অক্টোবর ফিরে আসার জন্য একজন যাত্রীকে এই অস্বাভাবিক ভাড়ায় টিকেট কিনতে হয়েছে।

টিকেটের কৃত্রিম সংকট সৃষ্টি করে ইউএস বাংলা এয়ারলাইন্স গলাকাটা বাণিজ্য করছে বলেও যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কলকাতায় বিমানে এক ঘন্টার কম সময়ে পৌঁছানো যায়। অথচ আসা যাওয়ার জন্য সাড়ে ৬৮ হাজার টাকা ভাড়া আদায় করছে তারা। এর অনেক কম খরচে মধ্যপ্রাচ্যে আসা যাওয়া করা যায়। এসব দেখার কি কেউ নেই?

ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিকেটের সংকট রয়েছে। প্রচুর লোক ভারতে যাতায়াত করছে। তাই ভাড়া বেড়ে গেছে। অক্টোবরের মাঝামাঝি সময়ের টিকেট ২২/২৩ হাজার টাকায় পাওয়া যাবে বলে তিনি জানান। বেশি লোক ভারতে যাতায়াত করলে ভাড়া কেনো অস্বাভাবিক হারে বাড়বে এমন প্রশ্ন করা হলে তিনি লাইন কেটে দেন।

সকালের-সময়/ফোরকান

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page