আবারও সীতাকুণ্ডে আগুন–নিয়ন্ত্রণে ৫ ইউনিট


নিউজ ডেস্ক  ১১ মার্চ, ২০২৩ ২:২০ : অপরাহ্ণ

সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

শনিবার (১১ মার্চ) উপজেলার ছোট কুমিরা ন্যামসন কন্টেইনার ডিপোর পার্শ্বস্থ ইউনিটেক্সের তুলার গোডাউনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এখনো হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে সাতজন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায় ।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page