৮ উইকেটে জয় পেল ভারত


সকালের-সময় স্পোর্টস ডেস্ক  ৫ নভেম্বর, ২০২১ ১১:৫৪ : অপরাহ্ণ

স্কটল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দেওয়ার পর ভারতের জয়ে প্রয়োজন ছিল ৮৬ রান। এই রান যদি ভারত ৭.১ ওভার তথা ৪৩ বলে টপকাতে পারে তাহলে গ্রুপে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে থাকা আফগানিস্তানকে টপকাতে পারবে।

আফগানিস্তানকে রান রেটে ছাড়িয়ে যাওয়ার টার্গেটে নেমে ইনিংসের শুরু থেকেই মারমুখি ব্যাটিং করেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। এই দুই ওপেনার ৩০ বল খেলে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৬ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩০ রান করে আউট হন রোহিত শর্মা।

এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ১২ রানের জুটি গড়তেই আউট হন ওপেনার লোকেশ রাহুল। তিনি ১৮ বলে ৬টি চার ও তিন ছক্কা ফিফটি পূর্ণ ‍করে পরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন।

এরপর সুরাইকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলকে ৮ উইকেটের জয় উপহার দেন অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩৭তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড।

মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহর গতি আর রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭.৪ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্কটিশরা।

ভারতের হয়ে মোহাম্মদ শামি ও রবিন্দ্র জাদেজা ৩টি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন বুমরাহ। আর এক উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড: ১৭.৪ ওভারে ৮৫/১০ রান (জর্জ মানসে ২৪, মিচেল লিক্স ২১, কলাম ম্যাকলিওড ১৬, মার্ক ওয়াট ১৪; মোহাম্মদ শামি ৩/১৫, রবিন্দ্র জাদেজা ৩/১৫, জসপ্রিত বুমরাহ ২/১০)।

ভারত: ৬.৩ ওভারে ৮৯/২ (লোকেশ রাহুল ৫০, রোহিত শর্মা ৩০, সুরাইয়াকুমার যাদব ৬*, বিরাট কোহলি ২*)।

ফল: ভারত ৮ উইকেটে জয়ী।

সকালের-সময়/জিকে

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page