সমীকরণের ম্যাচে লড়াইয়ে চট্টগ্রাম, জিতলে সোজা ফাইনালে


সকালের-সময় স্পোর্টস ডেস্ক ১৫ জানুয়ারি, ২০২০ ৭:১৮ : অপরাহ্ণ

জিতলে সোজা ফাইনালে। আর হারালে বিদায়। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ-ইমরুল কায়েসদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বুধবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী রয়েলসের ক্যারিবীয় অধিনায়ক আন্দ্রে রাসেল।

ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে উদ্বোধনীতে খেলতে নামেনজিয়াউর রহমান। ক্রিস গেইলের সঙ্গে ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া দেশের এ তারকা অলরাউন্ডার। দলীয় ৩ ওভারে ২২ রানে ফেরেন জিয়া। পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের করা বলটি জিয়ার ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। ১২ বলে ৬ রানে ফেরেন জিয়া।

এর আগে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়েলসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স। আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলায় বিপিএল সপ্তম আসরের ফাইনাল ম্যাচটি শুরু হবে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জিয়াউর রহমান, ক্রিস গেইল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, চাদউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, রায়াত এমরিত, মেহেদী হাসান রানা ও অ্যাশলে গুনারত্নে।

রাজশাহী রয়েলস: লিটন কুমার দাস, আফিফ হোসেন, অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, ইরফান শুক্কর, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ


You cannot copy content of this page