বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলবেন তামিম ইকবাল


স্পোর্টস ডেস্ক  ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১:০৬ : অপরাহ্ণ

গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা, তামিম ইকবাল নেই বিশ্বকাপ দলে। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত হওয়া সবগুলো বিশ্বকাপেই দলে ছিলেন দেশসেরা ওপেনার। কিন্তু, এবারের না থাকাটা জন্ম দিয়েছে বিতর্কের। যে বিতর্কের রেশ থামছে না কিছুতেই।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এ নিয়ে রীতিমতো ঝড় বয়েছে। তামিমের দলে না থাকার পেছনে অনেকেই পাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসানের সম্পৃক্ততা।

সবমিলিয়ে এই কদিনে পর্দার অন্তরালে ঠিক কী ঘটেছিল, সেসব জানা নেই কারও। সব কিছুর সমাধান দিতেই আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে হাজির হলেন তামিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।

গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দল এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।

এসএস

Print Friendly, PDF & Email

আরো সংবাদ