পরিবর্তন আসছে বাংলাদেশ একাদশে!


সকালের-সময় স্পোর্টস ডেস্ক ৯ নভেম্বর, ২০১৯ ৪:২৮ : অপরাহ্ণ

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচে যাচ্ছেতাইভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। এতে যারা জিতবে তারাই শিরোপায় চুমু আঁকবে।

রোববার নাগপুরে গড়াবে তৃতীয় টি-টোয়েন্টি। এটি জিতে সিরিজ ঘরে তুলতে চায় বাংলাদেশ। এজন্য একাদশে পরিবর্তন আনতে পারে তারা। পেসার আল-আমিন হোসেনের জায়গায় ঢুকতে পারেন স্পিনার আরাফাত সানি। এ সিরিজে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

দীর্ঘ ৪ বছর ফিরে প্রথম টি-টোয়েন্টিতে বোলিংটা ভালোই করেন আল-আমিন। তবে দ্বিতীয় ম্যাচে খারাপ পারফরম প্রদর্শন করেন তিনি। ফলে বাদ পড়ছেন ডানহাতি পেসার।

তবে বাজে পারফরম করেও অভিজ্ঞতা ও কন্ডিশনের কারণে টিকে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম! এছাড়া দলে আর কোনো রদবদল আসার খবর প্রাথমিকভাবে জানা যায়নি। ব্যাটিং অর্ডারেও কোনো বদল আনার সংবাদ পাওয়া যায়নি।

এটি জিততে পারলে পঞ্চম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে তাদের ডেরায় এ সংস্করণে সিরিজ জেতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো।

Print Friendly, PDF & Email

আরো সংবাদ